আর্কাইভ থেকে আইন-বিচার

কারামুক্ত হলেন সাংবাদিক শামসুজ্জামান

ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় করা মামলায় জামিনে কারামুক্ত হলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি বলেন, আদালত থেকে জামিনের নথি অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়েছেন।

এর আগে দুপুরে শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

জামিন আদেশ শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শামসুজ্জামানকে জামিন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগের দিন বুধবার (২৯ মার্চ) মশিউর মালেক নামে এক আইনজীবী বাদী হয়ে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই শামসুজ্জামানকে এ মামলায় গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

https://youtu.be/Gyi6JLZlE40

 

এ সম্পর্কিত আরও পড়ুন