আর্কাইভ থেকে ক্রিকেট

পোলার্ডের দৃঢ়তায় ক্যারিবিয়দের সংগ্রহ ১৫৭

জস হ্যাজেলউডের ধ্বংসযজ্ঞের ওপর দাঁড়িয়ে একাই লড়াই করলেন অধিনায়ক কাইরন পোলার্ড। শেষ দিকে ছোট্ট ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এতেই ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৭ রান। এ ম্যাচটি উইন্ডিজের কাছে নিয়মরক্ষার ম্যাচ। তবে ডুয়াইন ব্র্যাভো ও ক্রিস গেইলের আন্তর্জাতিক টি-টোয়েন্টির শেষ ম্যাচ। তাই ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখতে চাইবে ক্যারিবিয়রা।

শনিবার (৬ নভেম্বর) আবু ধাবির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। 

টস জিতে ক্যারিবিয়দের ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে গেইল ঝড়ের আভাস দিলেও দলীয় ৩০ রানে ২ ছয়ের সাহায্যে ১৫ রান করে কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন। গেইলের বিদায়ের পাঁচ রান পর পুরানকে ফেরান হ্যাজেলউড। একই ওভারের তৃতীয় বলে চেজকে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন হ্যাজেলউড। দলীয় ৭০ রানে ২৯ রান করা লুইসকে ফেরান জাম্পা। উইকেটের পেছনে হ্যাজেলউডের বলে ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেটমায়ার। তখন দলীয় স্কোর ৯১ রান।

অধিনায়ক পোলার্ড অবসরের ঘোষণা দেয়া ব্র্যাভোকে নিয়ে ষষ্ঠ উইকেটে করেন ৩৫ রান। ব্র্যাভো ১০ রান করে হ্যাজেলউডের চতুর্থ শিকারে পরিণত হন। অধিনায়ক পোলার্ড এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ১ ছয় ও ৪ চারে ৪৪ রানের ইনিংস খেলে স্টার্কের বলে বিদায় নেন। শেষ দিকে আন্দ্রে রাসেল ৭ বলে ২ ছয় ও ১ চারে ১৮ রানের ইনিংস খেললে দলের রান গিয়ে দাঁড়ায় ১৫৭। 

অজিদের হয়ে হ্যাজেলউড ৪টি, স্টার্ক, জাম্পা ও কামিন্স প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন