আর্কাইভ থেকে বাংলাদেশ

আবুধাবিতে ম্যাচ জিতে শারজায় চোখ অজিদের

ওয়েস্ট ইন্ডিজ দারুণ এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। বাঁচা মরার লড়াইয়ে পা হড়কালেই বিশ্বকাপ থেকে বিদায়ের খুব কাছে চলে যেত অজিরা। তবে ডেভিড ওয়ার্নার, আর মিচেল মার্শের ব্যাটে দারুণভাবেই সে চ্যালেঞ্জ সামলেছে দলটি। জিতেছে ৮ উইকেটের ব্যবধানে। তাতে শেষ চারের দৌড়ে নিজেদের এগিয়ে নেয়ার কাজটাও সেরে ফেলেছে দলটি।

গ্রুপ-১ এ আগেই সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৪ ম্যাচের সবকটিতে দুর্দান্তভাবে জিতে ৮ পয়েন্টে টেবিল টপার তারা। তাদের নেট রান রেট আকাশছোঁয়া।

ইংলিশদের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অজিরা। এ ম্যাচে নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে তারা। ফলে সেকেন্ড ফাইনালে তাদের খেলার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (৬ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এ ম্যাচে দুরন্তভাবে জিতলে সেমিতে খেলার সুযোগ থাকবে প্রোটিয়াদের। তখন অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের নেট রান রেট দেখা হবে। যারা এগিয়ে থাকবে তারাই উঠবে পরের পর্বে। 

আর দক্ষিণ আফ্রিকা হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে ইংল্যান্ড। সেক্ষেত্রে কোনো হিসাব বা সমীকরণ ছাড়াই তাদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন