আর্কাইভ থেকে ক্রিকেট

জটিল সমীকরণ সঙ্গী করে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

উইন্ডিজের বিপক্ষে অজিদের জয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের সম্ভাবনা ফিকেই হয়ে গেছে। কাগজে কলমে সম্ভাবনাটা শেষ হয়নি এখনো। ইংলিশদের বড় ব্যবধানে হারাতে পারলেই কাজটা হয়ে যায় প্রোটিয়াদের। 

সে বড় ব্যবধানটা কত? ক্রিকইনফো জানাচ্ছে, আগে ব্যাট করলে ১৬০ রান করে ইংলিশদের শেষ করে দিতে হবে ১০০ রানেই। আর যদি পরে ব্যাট করে তাহলে খেলা শেষ করতে হবে ১২.৩ ওভারের ভেতর। 

এমন সমীকরণ নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা হেরেছে টসে। ইংলিশ অধিনায়ক অইন মরগ্যান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তাই প্রোটিয়াদের সামনে এখন ঝুলবে কেবল শুরুর অঙ্কটাই। বড় লক্ষ্য ঝুলিয়ে দিয়ে কমপক্ষে ৬০ রানের একটা জয় তুলে নেয়া।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন