আর্কাইভ থেকে বাংলাদেশ

বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া পুনর্নির্ধারণ ও চলমান ধর্মঘট নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

আজ রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা।

গেলো বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। এরপরই শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। এ ধর্মঘট তিন দিন ধরে চলমান রয়েছে। তাদের দাবি তেলের দাম কমাতে হবে, না হয় ভাড়া বাড়াতে হবে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন