নোয়াখালীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনায় ৪ জন গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। গ্রেফতারকৃতদের নাম মোঃ মনির হোসেন রুবেল (২৮), জাকের হোসেন রাব্বি (২০), মোঃ রিপন (২১) এবং মোঃ নজরুল ইসলাম সোহাগ (৩৬)।
রোববার (৭ নভেবম্বর ) রাতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জের বন্দর ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে মন্দিরের লুন্ঠিত পূজার সামগ্রী সাতটি পিতলের তৈরি প্রতিমা মুর্তি, তিনটি সিদুঁর কৌটা, ২০টি বাতির কৌটা, দুটি দ্রুপতি, পাঁচটি পঞ্চ বাতির দানি, দুটি হাত ঘন্টা, ১০টি স্ট্যান্ডসহ মুছি বাতি, একটি কুলা, পাঁচটি পঞ্চ পাতার পল্লবসহ লুন্ঠিত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় গত ১৫ অক্টোবর চৌমুহনীর শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দিরে হামলা করে লুট-পাট চালায়।
র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা র্যা বের কাছে স্বীকার করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে তারা ওই হামলায় অংশ নেয়।