আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৩৮

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ যখনই কোন দেশের বিপক্ষে প্রথম খেলতে নেমেছে, সেখানই হেরেছে। এভাবে হারতে হারতে বাংলাদেশ যেমন তাদের আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশের কাছে হেরেছে, তেমনি পরে সদস্য হওয়া দেশের কাছেও।

আজ শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পেসার এবাদত হোসেনের বোলিং তোপে এদিন আর মাত্র ৬ রান যোগ করতেই সফরকারীরা গুঁটিয়ে গেছে।

একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কায় থাকা আইরিশরা ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে ২৯২ রানে অলআউট হয়ে গেছে।

ফলে ঢাকা টেস্টে জয়ের জন্য ১৩৮ রানের লক্ক্য পেয়েছে সাকিব আল হাসানের দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২১৪ রান। জবাবে টাইগাররা। তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন