গাইবান্ধায় ইউপি নির্বাচনে সদস্য প্রার্থীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ফজলে রাব্বীর বিরুদ্ধে স্ত্রী রতনা বেগমকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী ঢোলমারা গ্রামে এই হত্যাকান্ড ঘটে।
সোমবার (৮ নভেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফজলে রাব্বীর দ্বিতীয় স্ত্রী ফারজানা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
ফজলে রাব্বি চলতি ইউপি নির্বাচনে খোলাহাটী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য পদে মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।