আর্কাইভ থেকে অপরাধ

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। এই মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি শাহবা এলাকার কয়েকটি সড়ক ঘুরে ফের শাহবাগে এসে অবস্থান নেয়। এসময় তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে করে। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে মুশতাকের মৃত্যুর সঠিক তদন্ত করার দাবি জানান।

বিক্ষোভকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ)সাধারণ সম্পাদক নাসির উদ্দীন অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে লেখনীর মাধ্যমে দুর্নীতি-লুটপাটের প্রতিবাদ করেছিলেন লেখক মুশতাক।  ‘তার অপরাধ ছিল, তিনি সাধারণ মানুষের পক্ষে, অব্যবস্থাপনা-দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছিলেন। তাই তাকে কারাগারে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। এটি নির্মম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, লেখক মুশতাক নয় মাস ধরে কারারুদ্ধ ছিলেন। বর্তমান সরকার মানুষের অধিকারকে অস্বীকার করার জায়গায় চলে গেছে।

বিক্ষোভে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রাজেন্দ্র চাকমা প্রমুখ।

পরে নেতারা আজ সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়।

প্রসঙ্গত, লেখক মুশতাক আহমেদ (৫৩)বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন