ইস্টার সানডে আজ
আজ পুনরুত্থান রোববার, ইস্টার সানডে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি দিন। বাইবেল অনুযায়ী, মৃত্যুর পর তৃতীয় দিনে যিশুখ্রিষ্ট আবার জীবিত হয়ে ওঠেন এই দিনে।
রোববার (৯ এপ্রিল) এ উপলক্ষ্যে গির্জায় গির্জায় চলছে বিশেষ খ্রিষ্টযাগ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিষ্টভক্তরা সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের পুনরুত্থানের মহিমা প্রকাশ করছেন। কামনা করছেন শান্তি ও সৌহার্দ্য। একই সঙ্গে মেতে উঠছেন পুনর্মিলনী উৎসবে। পুনরুত্থান রবিবারের আগে ৪০ দিন উপবাস, ত্যাগস্বীকার, ধ্যান, আরাধনা, পাপস্বীকারের মাধ্যমে প্রায়শ্চিত্তকাল কাটিয়েছেন খ্রিষ্টের অনুসারীরা।
এদিন শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানা ধরনের খাবারের আয়োজন করে থাকেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা।
খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, ইস্টার সানডের দিনে যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে রোববার তিনি আবারও জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রবিবারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়।