ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সেলিম উদ্দিন (৪০) ও তার শিশুপুত্র মিনহাজ (১০)।
শনিবার (৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (ইনচার্জ) মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, বড় দারোগাহাট বাজারের উত্তরে রাস্তার পাশে একটি পিকআপভ্যান দাঁড়ানো ছিল। রাত ১০টার দিকে চট্টগ্রামগামী তরমুজবাহী দ্রুতগতির একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। ওই সময় বড় দারোগাহাট থেকে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সেলিম ও শিশুপুত্র মিনহাজ। তখন ট্রাকের ধাক্কায় পিকআপটি উল্টে তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান বলে জানান তিনি।