আর্কাইভ থেকে ফুটবল

‘অলিম্পিক বাছাই খেলতে মন্ত্রণালয়ের কাছে অর্থ চাওয়া উদ্দেশ্যপ্রণোদিত’

অলিম্পিক বাছাই খেলতে মন্ত্রণালয়ের কাছে অর্থ চাওয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন।

রোববার (৯ এপ্রিল) দুপুরে ২০ লাখ টাকার অভাবে সাফ জয়ী নারী দলের প্যারিস অলিম্পিক বাছাইপর্ব খেলতে না যেতে পারার ব্যাপারে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমি চিকিৎসার জন্য কিছুদিন দেশের বাইরে ছিলাম। তাই এটা নিয়ে কথা বলতে পারিনি। আমি অবশ্য তাদের কাছে জানতে চাইব, কেন তারা এরকম কথা বললেন? দেশবাসী সবারই একটাই প্রশ্ন- অল্প কিছু টাকার জন্য কেন মেয়েদের দেশের বাইরে খেলতে যেতে পারবেন না! আমরা সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের পাশে থাকতাম, অনেক স্পন্সর প্রতিষ্ঠানও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। অথচ কারও সঙ্গে কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কেন তারা এই কাজটি করলেন, সেটা আমার বোধগম্য নয়। কেন এরকম অন্যায় একটা সিদ্ধান্ত নিয়ে মেয়েদের এতবড় একটা সুযোগ হাতছাড়া হতে দিলেন। এটা করে মেয়েদের তারা বঞ্চিত করলেন। আজকে ভারত কিন্তু কোয়ালিফাই করেছে। আমরা তো ভারতের চেয়ে ভালো দল ছিলাম। আমাদেরও একটা সম্ভাবনা ছিল।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন