আইপিএলে প্রথম হ্যাটট্রিক পেলেন রশিদ খান
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আফগান বোলার রশিদ খান। গুজরাট টাইটান্সের হয়ে হ্যাটট্রিক করলেন তিনি। এ বারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক এটি।
১৭ তম ওভারে রশিদ খানের প্রথম তিন বলে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল, শুনিল নারিন ও শার্দূল ঠাকুর ফিরে যান সাজঘরে।
ম্যাচে অবশ্য শেষ হাসি হাসতে পারেনি রশিদখানরা। শেষ ওভারে রিংকুর ৫ বলে ৫ ছক্কায় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
রোববার দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০৪ রান সংগ্রহ করে বর্তামান চ্যাম্পিয়ন গুজরাট। জবাবে শেষ ওভারের শেষ ৫ বলে ৫ ছয় হাকিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন রিংকু সিং।