দেশ ছাড়ার আগে যা জানালেন লিটন
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পূর্ণ সময়ের জন্য লিটন কুমার দাসকে পাচ্ছে না কলকাতা। তবে মাঝে যে সময়টুকু পাবেন তিনি থাকবেন দলটির সঙ্গে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় প্রথমবারের মতো আইপিএল খেলার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
দেশ ছাড়ার আগে লিটন দাস বললেন, এটা তাঁর জন্য দারুণ সুযোগ। আগে এ রকম বড় আসরে কখনও যেতে পারিনি তিনি।
লিটন আরও জানান, ওপেনার হিসেবে সবসময় কনফিডেন্ট থাকতে হবে। দলটাও ভিন্ন। কখনও এ রকম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যায়নি।
টাইগারদের উইকেট কিপার ব্যাটার জানালেন, তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্যে নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলবো। ভক্তদের উদ্দেশে একটা কথাই বলব, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে।