আর্কাইভ থেকে ক্রিকেট

চলন্ত বিমানে ধোনিকে যে অনুরোধ করলেন পাইলট

তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম। বয়স প্রায় ৪১ বছর হলেও মাঠের পারফম্যান্স এখনো ভরসার নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও মাতিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর।

তবে অনেক ক্রিকেট সমর্থকই মনে করছেন, এবারই বোধ হয় ধোনির আইপিএল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। তবে ধোনির ভক্তদের চাওয়া, আরও কিছুদিন আইপিএলে খেলুক ধোনি।

আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে চেন্নাই থেকে বিমানে উঠেছিলেন ধোনি। বিমানে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাওয়ার সময় এক ভক্ত ধোনিকে চেন্নাইয়ের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। তবে মজার বিষয়, সেই ভক্ত আর কেউ নন, তিনি ছিলেন ওই বিমানেরই পাইলট।

যাত্রীরা বিমানে গুছিয়ে বসার পর যাত্রা শুরুর আগে নিয়মিত ঘোষণা দেন পাইলট। এ সময় ধোনিকে উদ্দেশ করেই এই আবেদন জানান তিনি। পাইলটের ভাষ্য, আমি এই বিমানে শিবম দুবে, ডোয়াইন ব্র্যাভোদের নিয়ে যেতে পেরে আনন্দিত। বিশ্বকাপ জয়ী অধিনায়কের উদ্দেশ্যে পাইলট বলেন, দয়া করে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে থেকে যান। আমি আপনার একজন বিরাট বড় ভক্ত।

এই ঘটনার ভিডিও ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিমানে থাকা অনেক যাত্রী। এর পরপর তা ভাইরাল হয়ে যায়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন