দেশজুড়ে

যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে চলন্ত পিকআপে আগুন

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি চলন্ত পিকআপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুতই পিকআপের সামনের অংশে ছড়িয়ে পড়তে থাকলে চালক বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ি থামিয়ে দৌড়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে চলন্ত অবস্থায় একটি পিকআপে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান

তিনি বলেন, খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণাযান্ত্রিক ত্রুটি থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় মহাসড়কে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের জন্য যান চলাচলেও ধীরগতি দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে পুলিশ জানিয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন