শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ ২১
ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। চলতি সপ্তাহে দেশটিতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ২১ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)-এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
ডিএমসি জানায়, নিহতদের অধিকাংশই মধ্যাঞ্চলের চা-বাগান এলাকা বদুল্লার বাসিন্দা। বুধবার রাতে পাহাড়ি ঢাল ভেঙে বেশ কয়েকটি বাড়ির ওপর ধসে পড়লে সেখানে অন্তত ২১ জন চাপা পড়ে মারা যান। নুয়ারা এলিয়া জেলায় একই ধরনের আরেকটি ভূমিধসে আরও চারজনের মৃত্যু হয়। বাকিরা দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণ হারান।
সংস্থাটির তথ্যমতে, এ পর্যন্ত ৪২৫টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সময় চলছে। তবে দেশের পূর্ব দিকে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে ডিএমসি।
এমএ//