গোলবন্যায় ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রথমবার আয়োজিত নারী সাফ ফুটসাল টুর্নামেন্টেই ইতিহাস গড়ল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।
রোববার (২৫ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আক্রমণভাগ। যোগ হয় আরও ৮টি গোল। এক ম্যাচে ১৪ গোল করা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় গোলের রেকর্ড।
দলের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। প্রতিটি ম্যাচেই ধারাভাষ্যকারদের কণ্ঠে ছিল সাবিনার প্রশংসা। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জিতল বাংলাদেশ। আগে ফুটবল, এবার ফুটসাল।
ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৬ পয়েন্ট। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে দলটি।
নারী ও পুরুষ—উভয় বিভাগের সাফ ফুটসাল টুর্নামেন্টে সাতটি করে দল অংশ নেয়। পুরুষ দল শীর্ষ তিনেও জায়গা করতে পারেনি, তবে নারীরা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়ে গৌরব বাড়িয়েছে।
টুর্নামেন্টে বাংলাদেশ শুরু করে ভারতের বিপক্ষে জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। পরে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় দলটি। শেষ ম্যাচে মালদ্বীপকে বিধ্বস্ত করে নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি।
এমএ//