খেলাধুলা

আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ লড়বে কবে

আজ, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের কাঠমান্ডুতে ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এরমধ্যে বুধবার (১৬ অক্টোবর) দলগুলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেরে নিয়েছে। যেখানে সাত দলের অধিনায়ক ও কোচরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জন্য সাফ মানে সোনালী স্মৃতি। সবশেষ সাফে চ্যাম্পিয়ন হয় মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুন হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়। সাবিনা জানিয়েছেন, সাফ এমন একটা টুর্নামেন্ট, যেখানে সব খেলোয়াড় সেরাটা দেয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। আমিও সেরাটাই দিব দলের জন্য।

বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তানের সাথে বিকেল ৫ টা ৪৫ মিনিটে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। ভারত-পাকিস্তানের উদ্বোধনী ম্যাচটিও আজ একই সময়ে অনুষ্ঠিত হবে।

এবারের সাফ টুর্নামেন্টে গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে। বি গ্রুপে রয়েছে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন