আর্কাইভ থেকে বাংলাদেশ

১৯ মাস পর ফিরেই দাপুটে জয় টাইগ্রেসদের

দীর্ঘ ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচেই দাপুটে এক জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩৬ বল হাতে রেখে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তারা। 

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে মাত্র ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে এদিন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একজন ব্যাটার। প্রিসিআস মারাঙ্গের ব্যাটে আসে সর্বোচ্চ ১৭ রান। বাংলাদেশের হয়ে জাহানারা, সালমা ও নাহিদা আক্তার তিনটি করে উইকেট নেন। বাকি উইকেটটি নেন রিতু মনি।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হন দুই ওপেনার মুরশিদা খাতুন এবং শারমিন আক্তার। মুরশিদা ৭ ও শারমিন ৯ রানে বিদায় নেন। এরপর আর কোনও উইকেট পড়তে দেননি ফারজানা হক এবং রুমানা আহমেদ।

ফারজানা ২১ বলে ১১ ও রুমানা ২০ বলে ১৬ রানে অপরাজিত থেকে মাত্র ১০.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জিম্বাবুয়ের হয়ে এস্থার এমবোফানা ও প্রিসিয়াস মারাঙ্গে একটি করে উইকেট লাভ করেন।

তিন ম্যাচ সিরিজের পরের দুইটি মাঠে গড়াবে আগামী ১৩ ও ১৫ নভেম্বর। এরপর আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন