‘ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন দেয়ালচিত্র আঁকা হচ্ছে’
রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন শিক্ষণীয় বিষয়। দৃষ্টিনন্দন গ্রাফিতি ও দেয়ালচিত্র আঁকার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১০ এপ্রিল) মগবাজার চৌরাস্তায় ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি আঁকার কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ইতোমধ্যে কাজ করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
মেয়র বলেন, আমরা সিটি করপোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর আমরা গড়ে তুলতে চাই।
প্রসঙ্গত, ওই গ্রাফিতিতে দেখা যাচ্ছে একটি কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেকটি কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না এবং পোস্টার না লাগাই। একটিতে ফুল, পাখি ও সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
https://youtu.be/-fLyfpvp3Ro