কক্সবাজারে ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর গোলাগুলি, যুবক নিহত
কক্সবাজার সদরের ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খুরুশখুল তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে আক্তারুজ্জমান পুতু (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার মমতাজ আহমেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাত ভাই বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন।
কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।