সুজানগরে ভোটকেন্দ্রে গোলাগুলি, সংঘর্ষ, আহত ১০
পাবনার সুজানগরে নির্বাচন শুরু হওয়ার ৩ ঘণ্টার মাথায় সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্র দখল নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ৪ ইউনিয়নে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এবং এলাকায় ব্যালট পেপার ছিনতাই করায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১১টার পরে উপজেলার হাটখালি ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলি ও তাঁতিবন্ধ, ভায়না, আহম্মদপুর ইউনিয়নে সংর্ঘষের ঘটনা ঘটে। এছাড়া মানিকহাট ইউনিয়নের মোমিনপাড়া প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা হয়।
হাটখালি ইউনিয়নের ভোট দিতে ভোটাররা বলেন, শুরুতে শান্তিপূর্ণভাবে ভোট নেয়া শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে নৌকার প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি হয় এবং কয়েকজন গুলিবদ্ধও হন। এতে ১০ জনের মতো আহত হয়েছেন।
হাটখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী জানান, কেন্দ্র দখল নিয়ে নৌকার লোকজন গুলি করেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
তবে হাটখালি ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুর রউফ সরদার কেন্দ্র দখলের বিষয়টি অস্বীকার করেন। বলেন, বিদ্রোহী প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে এমন মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
তাঁতিবন্ধ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর আব্দুর রাজ্জাক রাজা জানান, এখানে নৌকার প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখলে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। আরো বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার সহিংসতা শুরু হয়।
নৌকার প্রার্থীর আব্দুল মতিন মৃধা বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোনো সহিংসতা হচ্ছে না। সহিংসতার খবর ভিত্তিহীন।
এদিকে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখন পর্যন্তও তিনি সহিংসতার বিষয়ে নিশ্চিত নন।
সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে গোলিগুলির ঘটনা ঘটেছে কেন্দ্র থেকে অনেক দূরে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট নেয়ার জন্যই ৪ প্লাটুন বিজিবি, ৯০০ পুলিশ ফোর্স মাঠে রয়েছেন। মাঠে রয়েছেন, র্যাব, আনসার সদস্য সাদা পোশাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও।
মুক্তা মাহমুদ