রিজওয়ান-মালিককে ফিট ঘোষণা, খেলবেন সেমিফাইনালে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলার জন্য উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ফিট। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিকিৎসক প্যানেল এ তথ্য জানিয়েছে।
দুই ক্রিকেটারেরই সর্দি-জ্বরের লক্ষণ দেখা দিয়েছিল। ফলে এদিন রাত ৮টায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাদের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। কারণ, বুধবার দুবাইয়ে দলের অনুশীলন সেশনে ছিলেন না তারা।
ওই সময় পিসিবি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, রিজওয়ান-মালিকের হালকা সর্দি-জ্বর আছে। তবে করোনা নেগেটিভ হয়েছেন তারা। তাদের বিশ্রাম নিতে বলা হয়েছে।
আজ সকালে পিসিবি জানায়, মালিক-রিজওয়ান এখন ভালো অনুভব করছেন। অর্থাৎ তারা আরামবোধ করছেন। বিকেলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করবে মেডিকেল বোর্ড।
দিনের শেষভাগে সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, এই ম্যাচ খেলার জন্য মালিক-রিজওয়ানকে ফিট ঘোষণা করেছে পিসিবি মেডিকেল প্যানেল।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন মালিক-রিজওয়ান। দলকে সেমিফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা রেখেছেন তারা।সেমিতেও তাদের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান।
আপাতত মালিক ও রিজওয়ান ফিট হয়ে ওঠায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।যদি এমনটিই হয়,তাহলে চলমান আসরে অপরিবর্তিত দল নিয়ে সবকটি ম্যাচে মাঠে নামছে মেন ইন গ্রিনরা।
এস