আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্বিতীয় সেমিতে অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

ফাইনালে ওঠার লড়াইয়ে উড়তে থাকা পাকিস্তানের মুখোমুখি মাইটি অস্ট্রেলিয়া। দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুই দলই অপরিবর্তিত একাদশ মাঠে নামিয়েছে। 

আরব আমিরাতে মাটিতে শেষ ১৬ টি-টোয়েন্টিতে হারেনি পাকিস্তান। সঙ্গে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটাও তাদের দখলে। বিপরীতে ২০ ওভারের ফরম্যাটে এখনো ফাইনাল খেলা হয়নি অজিদের। তবে অ্যারন ফিঞ্চদের স্বস্তির কারণ হতে পারে পরিসংখ্যান। যেকোন ফরম্যাটের বিশ্বকাপের নক আউট পর্বে, এখনো পাকিস্তানের বিপক্ষে অপরাজিত তারা। 

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন