আর্কাইভ থেকে ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে ছিটকে গেলেন রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে দেশের জার্সিতে খেলার জন্য পাকিস্তান সুপার লিগ পিএসএলে মাত্র দুই ম্যাচে খেলেই বিদায় জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। কিন্তু সেই স্বপ্ন বস্তবে পূরণ হচ্ছে নাম। হাতের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রশিদের মাঠে নামা প্রায় অনিশ্চিত।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডান হাতে চোট পেয়েছেন রশিদ খান। সহসাই সে চোট অতিত দ্রুত সারছে না।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে এবারই প্রথম খেলেছেন রশিদ খান। তাই তাকে নিয়ে উন্মাদনাও ছিল অন্যরকম। দুই ম্যাচের একটিতে আলোও ছড়িয়েছেন। মাত্র ২ ম্যাচ খেলেই থেমেছে পিএসএলের যাত্রা। দ্বিতীয় ম্যাচ খেলার সময় ডান হাতের আঙুলে চোট পান। যার ফলে সেই চোটও বিপদে ফেলে দিয়েছে তাকে। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে। ২ মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজটি। তবে পরের টেস্টে হয়তো ফিরতে পারবেন এই বিশ্বসেরা স্পিনার। পিএসএলে রশিদ লাহোর কালান্দার্সে দুইটি ম্যাচ খেলেছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন