আর্কাইভ থেকে দেশজুড়ে

শুরু হলো নরসিংদীর ঐতিহ্যবাহী বাউল মেলা

নরসিংদী সদরের কাউরিয়া পাড়া এলাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাউল মেলা। প্রসাদ বিতরনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে তিন দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে, চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আয়োজকরা জানান, আনুমানিক ৭০০ বছর আগে নরসিংদীতে এক বাউল ঠাকুর ছিলেন। তিনি নিজেকে শুধু বাউল বলেই পরিচয় দিতেন। সেই বাউল ঠাকুরের স্মরণে তার আখড়ায় প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে এই বাউল মেলার।

বাউলের আখড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন পুণ্যার্থীরা। বেশিরভাগ সনাতন ধর্মালম্বী হলেও অন্যান্য ধর্মের লোজজনও এসছেন এই মেলায়।

মৌলভীবাজার থেকে আসা পূণ্যার্থী শ্রী সাধন চন্দ্র জানান, প্রতিবছরই এই মেলায় আসেন তিনি। মানব কল্যাণের পথ দেখিয়েছেন আমাদের এই বাউল ঠাকুর। ঠাকুরের দেখানো সেই পথ অনুসরণ করতেই এখানে আসা।

মেলায় নানা মনোহরী জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। চড়কি,নাগরদোলাসহ সাপের খেলারও আয়োজন করা হয়েছে। সেই সাথে বসেছে জিলেপিসহ নানা মনোমুগ্ধকর খাবারের দোকান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন