কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতী নামক স্থানে ঢাকা অভিমুখী নৈশকোচের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং একই পরিবারের ৩ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, অটোরিকশা চালক আব্দুল জলিল এবং সেখানে ৪ বছর বয়সী এক শিশুকন্যা সুমাইয়া ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার নিহত সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম এবং তার দাদি সুফিয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান। মা শাহনাজ বেগম আহত অবস্থায় নাগেশ্বরী হাসপাতালে নেয়া হলে সেখানেই তার চিকিৎসা চলছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল ইসলাম দুর্ঘটানার বিষয়টি নিশ্চিত করেন।
মুক্তা মাহমুদ