গুরুতর আহত সঞ্জয় দত্ত
বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এই অভিনেতা। শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। আনন্দ বাজারের এক প্রতিবেদনে তথ্য জানা যায়।
বুধবার (১২ এপ্রিল) বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-এর শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন তিনি। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর পাওয়া গেছে।
এই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত, শুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছেন। খুব জলদিই তাকে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ক্যানসারের চিকিৎসার মাঝেই ফের শুটিং ফ্লোরে ফিরেছেন সঞ্জয় দত্ত। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শাহরুখের ‘জওয়ান’, থালাপাতি বিজয়ের ‘লিও’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া কমেডি মুভি সিরিজ ‘হেরা ফেরি ৩’তেও দেখা যাবে সঞ্জয়কে।