ফরিদপুরে বাস খাদে পড়ে চালকসহ নিহত ২, আহত ১০
ফরিদপুরের নগরকান্দায় বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহত চালকের নাম মো. ফিরোজ শেখ (৫১)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুয়াদি ও জিয়াকুলি এলাকার মাঝামাঝি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে চট্টগ্রামগামী বলাকা পরিবহনের একটি বাস উপজেলার শুয়াদি নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে খাদে পড়ে যায়। এতে বাসচালক ফিরোজ শেখ ঘটনাস্থলেই মারা যান।
এ সময়ে আহত হন অন্তত ১০ জন। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি। তাদের চিকিৎসার জন্য ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
মুক্তা মাহমুদ