আর্কাইভ থেকে দেশজুড়ে

হলুদ সাংবাদিকতা রোধ করতে হবে:বেনজীর আহমেদ

সমাজের ভাল কাজ করতে অনেক সময় লাগে। কিছু হলুদ সাংবাদিক আছে যারা একটি মিথ্যা সংবাদ লিখে সেই অর্জণকে পদ দলিত করে দেয়। এই হলুদ সাংবাদিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ধামরাইয়ে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি কথা বলেন।

বেনজীর আহমদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক সাংবাদিকের পত্রিকার আইডি কার্ড সনাক্ত করেন। আমরা প্রয়োজনে পত্রিকার অফিসে কথা বলে এসমস্ত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, তিন ফসলি কৃষি জমির মাটি কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড ব্যবস্থা গ্রহন করবেন। কৃষি কর্মকর্তা এবছর যে পরিমানে অনাপাত্তি পত্র দিচ্ছেন? কেন দিচ্ছেন? জানাবেন। আগে এতো পরিমানে অনাপাত্তি পত্র দিতেন না।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভা মেয়র গোলাম কবীর, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নূরুসহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও পড়ুন