ভেনিজুয়েলার হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে গেল আর্জেন্টিনা
ইকুয়েডরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ১৯তম আসরে ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরজেন্টিনার যুবারা। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।
শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত তিনটায় ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় মুখোমুখি হয় দুই দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন সান্তিয়াগো লোপেজ।
ম্যাচের ১৫ মিনিটে তিনি আলবিসেলেস্তাদের এগিয়ে দেওয়ার পর অবশ্য সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ৯ মিনিট পরেই ভেনিজুয়েলার হয়ে সমতা আনেন লুসিয়ানো রেইনোসো। এরপর বিরতিতে যাওয়ার শেষ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল পান লোপেজ।
প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধান বজায় থাকে ম্যাচ শেষেও। দ্বিতীয়ার্ধে আর কোনো দলই জালের নাগাল পায় নি। ফলে আর্জেন্টিনা ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে।