ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করবেন সোহাগ
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মোট ৪টি ধারায় তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল অভিযোগ। এর মধ্যে প্রথম তিনটি ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ফিফার স্বাধীন এথিকস কমিটির বিচারিক চেম্বার।
তবে নিষেধাজ্ঞার শাস্তিকে অবৈধ হিসেবে দাবি করলেন সোহাগ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কোট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস- সিএএসে (খেলাধুলা সম্পর্কিত আন্তর্জাতিক আদালত) ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
আজ শনিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান আবু নাইম সোহাগের আইনী সহায়তাদানকারী প্রতিষ্ঠান এ হোসাইন অ্যান্ড অ্যাসোসিয়েটস।
বিস্তারিত আসছে...