আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথম ওভারে ১০ রান দিলেন মোস্তাফিজ

আইপিএলে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ডেভিড ওয়ার্নার।

শনিবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন এবারের আসরে দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে এই টাইগার পেসার দেন ১০ রান।

দ্বিতীয় বলে পেতেও পারতেন ডু প্লেসির উইকেট। কিন্তু এজ হওয়া বল উইকেটরক্ষকের হাতে লাগলেও তালুবন্দি করতে ব্যর্থ হন।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুবিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ভানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ, বিজয় কুমার ভিশাক।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন