স্কুল থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেদী হাসান সজীব নামে এসএসসি পরীক্ষার্থীকে স্কুল ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার(১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা এলাকার ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম শায়েদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদীর সহপাঠীরা জানান, মেহেদী ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলেরই কয়েকজন যুবক মেহেদিকে স্কুলের ভেতর থেকে ডেকে স্কুলের বাইরে নিয়ে যায়। এরপর তাদের মাঝে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই যুবকগুলো মেহেদীকে ছুড়িকাঘাত করে হত্যা করেন।