আর্কাইভ থেকে ক্রিকেট

দ্বিতীয় ওভারে ১৯ রান খরচ করলেন মোস্তাফিজ

আইপিএলে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ডেভিড ওয়ার্নার।

শনিবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন এবারের আসরে দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে এই টাইগার পেসার দেন ১০ রান। এরপর দশম ওভারে আবারও বল হাতে তুলে নেন ফিজ। সেই ওভারে খরচ করেন ১৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরুর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন