আর্কাইভ থেকে ফুটবল

অ্যান্টোনির গোল অ্যাসিস্টে তিনে উঠলো ম্যানইউ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টোনি সান্তোষের গোলে পর অ্যাসিস্টে নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচজুড়ে একক আধিপত্য বিস্তার করে খেলে ২-০ গোলে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নিউক্যাসেল ইউনাইটেডকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসলো দলটি।

রোববার রাতে সিটি গ্রাউন্ডে ম্যাচের ৩২ মিনিটে গোলের দেখা পেয় যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পাসে বক্সের ভেতর থেকে অ্যান্টোনির নেওয়া শট ক্যাসেল গোলরক্ষক নাভাস ঠেকিয়ে দিলেও হাতে রাখতে পারেননি। অরক্ষিত জায়গায় বলে পেয়ে ফিরতি শটে জালে পাঠিয়ে দেন তিনি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর ৭৬ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় এরিক টেন হেগের দল। অ্যান্টোনির পাস বক্সে পেয়ে এগিয়ে আসা নাভাসকে ফাঁকি দেন দালোত। যা ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ে ৩০ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন