আর্কাইভ থেকে রাজনীতি

সরকারের লোকেরাই বাজারে আগুন লাগিয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত। কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগার পেছনে সরকারের দায় রয়েছে। অথচ তারা নিজেদের দায় এড়াতে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। মনিটরিং না থাকায় সিটি কর্পোরেশনের ব্যর্থতায় নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সরকার কিছু লোককে টিকিয়ে রাখার জন্য এই কাজ করছে।

মির্জা ফখরুল বলেন, কৃষকের গলা টিপে ধরার জন্য সারের দাম বাড়ানো হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের উৎপাদন খাত পথে বসে গেছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বাজারে আবার সবকিছুর দাম বেশি।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের কর্মীদের আয় বেড়েছে কিন্তু সাধারণ মানুষের আয় কমেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের সব খাতকে ধ্বংস করেছে, দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

তিনি আরও বলেন, এই সরকারকে সরাতে হবে। সরকার ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ থাকবে না। এবার সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। দুর্বার আন্দোলন করে সরকারকে বিদায় করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন