আর্কাইভ থেকে ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কে পেলেন কত টাকা

অবশেষে সপ্তমবারের প্রচেষ্টায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এতে কোটিপতি বনে গেছে তারা। সেই সঙ্গে কোটিপতি হয়েছে বাবর আজমের পাকিস্তান। পাশাপাশি লাখপতি হয়েছে বিরাট কোহলির ভারতও।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ১২ কোটি টাকা (১৬ লাখ ইউএস ডলার) পেয়েছে অজিরা। আর রানার্স হওয়া কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড পেয়েছে ৬ কোটি টাকা।

সেমিফাইনালে অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান এবং ইয়ন মরগানের ইংল্যান্ড। এতে প্রত্যেকে দল পেয়েছে ৩ কোটি টাকা করে।

গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলগুলো পেয়েছে ৫২ লাখ টাকা (৭০ হাজার ডলার) করে। অর্থাৎ এত করে টাকা পেয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ শুরুর আগে এ পুরস্কার মূল্য ঘোষণা করে আইসিসি। সেই অনুযায়ীই এ টাকা পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন