আর্কাইভ থেকে দেশজুড়ে

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর  ৯ দিনের ছুটি ঘোষণা

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্হল বন্দরের কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  ৯ দিনের  ছুটি ঘোষণা করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

ছুটিকালীন সময়ে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি  নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল  বৃহস্পতিবার পর্যন্ত  মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল  থেকে যথা নিয়মে বন্দর পুনরায় ব‍্যবসায়ীদের কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র  ঈদুল ফিতর  উপলক্ষে আগামী ১৯ এপ্রিল  থেকে ২৭ এপ্রিল পর্যন্ত  সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন