সিলেটে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) আলাদা স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮), মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) ও উপজেলার বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেক গ্রামে বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে নাঈম আহমদ ও আঞ্জুমা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার মিল সংলগ্ন স্থানে বজ্রপাতের কবলে পড়ে ইমন আহমেদ। তাকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।