আর্কাইভ থেকে ফুটবল

ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ম্যানইউ

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচস্টোর ইউনাইটেড ও ব্রাইটনের এই ম্যাচে ফল পেতে ৯০ মিনিটের পর আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। এই ম্যাচের ভাগ্য নির্ধারক টাইব্রেকার। কিন্তু সেখানেও প্রথম ৬ শটে আসেনি ফল। গোল করে উভয় দল। একপর্যায়ে মনে হচ্ছিল এই ম্যাচ বোধহয় আর শেষই হবে না। তবে ভুলটা ভাঙলেন ব্রাইটনের সলি মার্শ ।

৭ নম্বর শটে আকাশের ঠিকানায় বল পাঠিয়ে মনে করিয়ে দিলেন ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে রবার্তো ব্যাজ্জোর সেই ট্রেডমার্ক মিসটিকে। মার্শ মিস করলেও নিজেদের ৭ম শটে ভুল করেননি ভিক্তর লিন্ডেলফ। তাঁর গোলই ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে জিতিয়ে তুলে দিয়েছে এফএ কাপের ফাইনালে।

ইউনাইটেডের জয়ে আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে দেখা মিলবে ম্যানচেস্টার ডার্বির। যেখানে শিরোপার জন্য লড়বে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন