আর্কাইভ থেকে ফুটবল

শিরোপার দৌড়ে আরও এগিয়ে বার্সা

লা লিগার শিরোপার দৌড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। রোববার (২৩ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুয়ে হাই-ভোল্টেজ ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আবারও শক্ত অবস্থানে জাভি হান্দার্দেজের শিষ্যরা।

রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা।

দ্বিতীয়ার্ধে বেশকিছু গোলের সুযোগ সৃষ্টি হলেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সা। ফলে শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই ক্যাম্প ন্যু ছাড়ে স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন