ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন, মানুষের ভিড়ে কমলাপুর
ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। ছুটি শেষ হওয়ায় রোববার (২৩ এপ্রিল) থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা। সোমবার (২৪ এপ্রিল) সকালেও ট্রেন, বাস, লঞ্চযোগে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আবার মহাসড়কে চলাচলের অনুমতি থাকায় অনেকে মোটরসাইকেল নিয়েও ফিরছেন।
সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। দেশের নানা প্রান্ত থেকে ঈদ উদযাপন শেষে তারা ফিরছেন কর্মস্থলে। কেউ পরিবার নিয়ে ফিরছেন, কেউ আবার অফিসের তাড়া থাকায় পরিবার রেখে এসেছেন একাই।
এদিকে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। এজন্য কাউন্টারে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং ও কমিউটার ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গেলো ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করে সরকার।