মাত্র পাঁচ মাসেই দিদি হল রণবীর-কন্যা রাহা!
রণবীর কাপূর ও আলিয়া ভাটের মেয়ের বয়স সবে পাঁচ মাস। এরই মধ্যে বড় দিদি হল সে। কাপূর পরিবারে নতুন অতিথির আগমন। আবার ঠাকুমা হলেন নীতু কাপূর। সেই সুখবরই ভাগ করে নিলেন আলিয়ার শাশুড়ি। শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপূর খান।
নীতু কাপূর নতুন অতিথির আগমনের খবর জানিয়ে লেখেন, ‘‘পরিবারে নতুন সদস্যের আগমন অসম্ভব খুশি।’’ ঋষি কাপূর, রণধীর কাপূরদের বোন রিমা কাপূর ও মনোজ জৈনের দুই পুত্র আরমান ও আদার। বড় ছেলে আরমান ২০২০ সালের বিয়ে করেন বান্ধবী অনিশা মলহোত্রকে।
দিন কয়েক আগে ঘটা করে সাধের অনুষ্ঠান হয় অনিশার। সেখানেই দেখা মিলেছিল আলিয়ারও। এক কথায় রণবীরের পিসির ছেলে আরমান। এপ্রিল মাসের শেষ সপ্তাহে পুত্রসন্তানের অভিভাবক হলেন আরমান এবং অনিশা।
নতুন বাবা-মায়ের সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে কারিনা লেখেন, ‘‘গর্বিত বাবা-মা আমার প্রিয় আরমান আর অনিশা…।’’ ২০১৪ সালে ‘লেকর হাম দিওয়ানা দিল’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয় আরমানের। এ ছাড়াও স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে সহকারী পরিচালকের কাজ করেন। তবে অন্যান্য ভাইবোনদের মতো ততটা সফল হননি আরমান।