আর্কাইভ থেকে ক্রিকেট

জন্মদিনে বিশেষ সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

ভারতের বাইরে সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের প্রিয় ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। বেশ কয়েকটি উপলক্ষে এ কথা জানিয়েছেন ক্রিকেটের লিটল মাস্টার। সেই এসসিজি শচীনকে জন্মদিনে বিশেষ সম্মাননা জানাল। তার নামে ফটক চালু করেছে স্টেডিয়ামটি। সেখানে স্থান পেয়েছে ব্রায়ান লারার নামও। খবর ক্রিকবাজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ মৌসুমে ফটক বানানোর কাজ শুরু করা হয়। ওই সময় একই সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন শচীন ও তার বন্ধু লারা। এরপর সিদ্ধান্ত নেয়া হয়, ২০২৩ সালের ২৪ এপ্রিল শচীনের জন্মদিনে এর উন্মোচন করাই হবে সবচেয়ে ভালো কাজ।

১৯৭৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করা শচীন এসসিজিতে খেলেছেন ১৩ ম্যাচ। এর মধ্যে ৪ ইনিংসে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরি করেছেন একবার, ২০০৪ সালে। কভার ড্রাইভ ছাড়া শচীনের ওই ইনিংসটিকে অনেকে অন্যতম সেরা ইনিংস বলেও অভিহিত করে থাকেন।

ক্রিকেটীয় ক্যারিয়ারে শচীনের নামের সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি। সেসব বলে শেষ করাও কষ্টসাধ্য অনেকের কাছে। ২৪ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে, সবচেয়ে বেশি রানও করেছেন এ তারকা। ৩৪ হাজার ৩৫৭ রান করা শচীন করেছেন সবচেয়ে বেশি শতকও, ১০০টি।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার জেতার তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন শচীন। মোট ২০ বার সিরিজ সেরা হয়েছেন তিনি (পাঁচবার টেস্টে, ১৫ বার ওয়ানডেতে)। বিরাট কোহলিও ২০ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন (৩ বার টেস্টে, ১০ বার ওয়ানডে ক্রিকেটে এবং ৭ বার টি-টোয়েন্টিতে)। শচীন সর্বাধিক ৭৬ বার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন