আর্কাইভ থেকে জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান সাহাবুদ্দিন৷

রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পরদিনই কর্মব্যস্ত সময় পার করলেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) সকালে শপথ গ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন তিনি। গার্ড অব অনারের মধ্যে দিয়ে বঙ্গভবনে তার প্রথম সকাল শুরু হয় ৷

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১০টা ৫০ মিনিটে রীতিমাফিক ক্রিডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা সম্মান প্রদর্শন করেন। রাষ্ট্রীয় সালামের পর গার্ড পরিদর্শন করেন মো. সাহাবুদ্দিন।

এরপরই মোটর শোভাযাত্রায় সাভারে যান রাষ্ট্রপতি৷ বেলা ১১টা ৪০ মিনিটে মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান৷ বিউগলের করুণ সুরের পাশাপাশি ছিল তিন বাহিনীর সশস্ত্র সালাম৷ রণাঙ্গনের সহযোদ্ধাদের স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে সম্মান জানান তিনি৷

এরপর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি৷

আর এরপরই দিনের শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি৷ সেখানে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়৷ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷

এ সম্পর্কিত আরও পড়ুন