আর্কাইভ থেকে আবহাওয়া

বাড়তে পারে তাপমাত্রা, সম্ভাবনা আছে বৃষ্টিরও

রমজানের শেষ দিকে সারা দেশে রেকর্ড গড়ছিল তাপমাত্রা। প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী ছিল পারদ। কোথাও কোথাও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি তাপমাত্রা কমিয়েছে বেশ। কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো বাতাসও। তাপমাত্রা এখন কিছুটা সহনীয়। তবে আবারও তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে আছে রাজধানীতে বৃষ্টির আভাসও।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রায় বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস বয়ে যাচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কি. মি. পর্যন্ত উঠতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন