আর্কাইভ থেকে বাংলাদেশ

আ. লীগের সভাপতিমণ্ডলীতে ঠাঁই পেলেন মায়া-কামরুল-লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে ঠাঁই পেলেন কার্যনির্বাহী কমিটির তিন সদস্য। তারা হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা হয়। এসময় দলটির সভাপতি শেখ হাসিনা এ ঘোষণা দেন।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো সভাপতিমণ্ডলী। ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। এরপর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পান ১৭ জন।

তারা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

সভাপতিমণ্ডলীর ১৭ সদস্যের মধ্যে এখন আছেন ১৪ জন। বাকি তিনজন মারা গেছেন। গত বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। পরে ৯ জুলাই মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সবশেষ চলতি বছরের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরু। ফলে তিনটি পদ শূন্য হয়। এসব পদেই দায়িত্ব পেলেন মায়া-কামরুল-লিটন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন