বাড়িতে আগুন দিয়ে দুই শিশুকে হত্যার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুনে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮) তার বোন সালমা আক্তার স্মৃতির(১৭) নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবব্ন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেট দেন তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে সদর উপজেলার ১৭ নং ভবাণীগঞ্জ ইউনিয়ন, সুতারগোপ্টা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিহত স্মৃতি ও বিনতি’র বাবা বিএনপি নেতা মোঃ বেলাল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির আহ্বায়ক নুরুল হক মাঝি ,ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, মোহাম্মদ নগর ইসলামি ফাউন্ডেশন সভাপতি আবদুর রহমান, সুতারগোপ্টা বাজার ব্যাবসায়ী, নুরনবী চৌধুরী রাশেদ,আনোয়ার হোসেন,ডাঃ আজাদ উদ্দিন প্রমূখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আল্টিমেটাম দেন। নইলে লক্ষ্মীপুর- রামগতি সড়ক অবরোধের হুশিয়ার দেন।
গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও মারা যায়।
আই/এ